জাদুকাটায় ড্রেজারে খনিজ বালি চুরি  :  রক্তিতে গ্রেফতার ৪ জন 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  : সীমান্ত নদী জাদুকাটায় পরিবেশ ধ্বংসী ড্রেজার মেশিনে খনিজ বালি চুরি ঘটনায় রক্তি নদী থেকে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে দুটি (ষ্টিল বডি) ট্রলার বোঝাই চরি করা বালি সহ ৩১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফুলভরি গ্রামের সাইদ মিয়ার ছেলে আক্তার হোসেন, একই উপজেলার একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ, তার সহোদও মুসা মিয়া, একই উপজেলার কাটাখালী গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুর আলম।


বিজ্ঞাপন

মামলা দায়ের পুর্বক রোব্বার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  সোমবার জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

এরপুর্বে ইজারা স্থগিত হওয়া তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা থেকে ড্রেজার মেশিনে খনিজ বালি চুরি করে জামালগঞ্জ থানার এলাকার রক্তি নদীতে দুটি (ষ্টিলবডি) ট্রলারে লোড করছিলো কয়েকজন শ্রমিক ট্রলারের মাঝি সুকানী, বালি খেকো চক্রের সদস্যরা ।

ওই সময় জামালগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি করা খনিজ বালি বোঝাই ট্রলার থেকে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের নামোল্ল্র্যেখ করে অজ্ঞাত নামা ৩ থেকে ৪ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *