নিজস্ব প্রতিনিধি (খাগড়াছড়ি) : “শ্রমিক মালিক এক হয়ে,গড়বো এদেশ নতুন করে”এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হলো মহান মে দিবস। জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় এ দিনটি।

বৃহস্পতিবার (০১মে) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠন, এনজিও কর্মী, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

র্যালি শেষে পৌর টাউন হলের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,মে দিবস কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের শ্রমবান্ধব সমাজ গঠনের চ্যালেঞ্জও বটে। পাহাড় ও সমতলের শ্রমিকদের একত্রে কাজ করার মাধ্যমে খাগড়াছড়িকে একটি টেকসই উন্নয়ন জেলার রূপ দেওয়া সম্ভব।

সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, নারী শ্রমিকদের সুরক্ষা এবং শ্রমিক কল্যাণ তহবিল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান বক্তারা।
দিবসটি ঘিরে শহরের বিভিন্ন স্থানে শ্রমজীবীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলার প্রত্যন্ত এলাকাতেও ইউনিয়নভিত্তিক ছোট ছোট কর্মসূচি পালন করেন স্থানীয় নেতারা। এছাড়াও জেলা ম্রমিক দলের আয়োজনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১৮৮৬ সালের শিকাগোর আত্মত্যাগ স্মরণ করে খাগড়াছড়ির শ্রমজীবী মানুষ আজ নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার শপথ নেয়“ঘামে ভেজা প্রতিটি হাতই উন্নয়নের কারিগর।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন
আরা সুলতানা, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা এনএসআই যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফসহ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।