অভয়নগর (যশোর) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানে যশোরের অভয়নগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ দিন ব্যাপী ইমপ্যাক্ট (বায়োগ্যাস) প্লান্ট স্থাপন প্রশিক্ষণ’র শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকার বিভিন্ন পেশার যুবকদের অংশ গ্রহনে বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণ’র শুভ উদ্বোধন করা হয়। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপী বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেন যুব উন্নয়ন অধিদপ্তর।

এ সময়ে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। ইমপ্যাক্ট (বায়োগ্যাস) প্রকল্পের অভয়নগর থানার সুপারভাইজার মো: হাফিজুর রহমান প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রশিক্ষণে ২০ জন নারী-পুরুষ নিয়ে একটি ব্যাচ তৈরি করা হয়েছে।

এ বছর ইমপ্যাক্ট (বায়োগ্যাস) প্রকল্পের উপর মোট ৪টি ব্যাচে ৮০ জন নারী-পুরুষ প্রশিক্ষণ নিবেন। তারমধ্যে ২টি ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন নারী-পুরুষ ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে তারা নিজের বাড়িতে গরুর মল অর্থাৎ গোবর দিয়ে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে লাভবান হয়েছেন। তাদের পরিবারে এখন আর বাড়তি জ্বালানি খরচ নেই। এই বিষয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দেওয়ার জন্য পূর্বের প্রশিনার্থীরা কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানিয়েছেন।

এবার ৩য় ব্যাচের আজ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এরপর আরো একটি ব্যাচে ২০ জন নারী-পুরুষ নিয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এবছর ইমপ্যাক্ট (বায়োগ্যাস) প্লান্ট স্থাপন প্রকল্পের সমাপ্তি ঘোষণা করা হবে বলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান।
প্রশিক্ষণের শুরুতে প্রতিটি প্রশিক্ষনার্থীকে উন্নতমানের একটি ব্যাগ, একটি খাতা, একটি কলম ও খাবার দিয়েছেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদ দেওয়া হবে। এরপর যদি কোনো প্রশিক্ষনার্থী অর্থ সংকটে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে না পারে। সেক্ষেত্রে তাকে অর্থ সহায়তা করা হবে।