ওমরা হজের আগ্রহ লাল ঘোড়া হারানো মনু মিয়ার ব্যবস্থা করতে ইচ্ছুক চট্টগ্রামের সেই যুবক

Uncategorized চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

স ম জিয়াউর রহমান, (চট্টগ্রাম)  :  সম্প্রতি অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিশোরগঞ্জের ইটনার মনু মিয়া। এই সুযোগে কিছু দুষ্কৃতকারী হত্যা করে তার লাল ঘোড়াটি। এতে মনে কষ্ট পান তিনি।


বিজ্ঞাপন

মনু মিয়ার কষ্ট লাঘবে লাল ঘোড়া উপহার দিতে চেয়েছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এই আগ্রহ নিয়ে মনু মিয়ার সাথে দেখা করতে চট্টগ্রাম থেকে ঢাকায় চিকিৎসারত হাসপাতালে ছুটে যান নাছির উদ্দিন। মনু মিয়া ঘোড়া নেননি। তবে তাঁর ওমরা হজে যাওয়া যাওয়ার আগ্রহ রয়েছে বলে জানান।


বিজ্ঞাপন

এই বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমি মনু মিয়ার সাথে দেখা করতে চট্টগ্রাম থেকে ঢাকায় চিকিৎসারত হাসপাতালে ছুটে যাই। তিনি ঘোড়া নিবেন না বলে জানিয়েছেন। তবে তিনি ওমরা হজে যেতে আগ্রহী বলে জানান। আমরা পাঠাব বলে জানালে মনু মিয়া সুস্থ হলে সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।


বিজ্ঞাপন

গত ১৪ মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

উল্লেখ্য, ৬৭ বছর বয়সী মনু মিয়া যখনই কবর খোঁড়ার ডাক আসত নিজের চলার সঙ্গী ঘোড়াটি নিয়ে বেরিয়ে পড়তেন মৃতের বাড়ির দিকে। অর্ধ শতাব্দী ধরে কিশোরগঞ্জের ইটনার হাওরাঞ্চলের এই বৃদ্ধ তিন হাজারের বেশি কবর খুঁড়েছে বিনা পারিশ্রমিকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *