১৫ লিগ পর বিপিএল ট্রফি ঘরে তুললো মোহামেডান

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় ফুটবল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা)  :  ২৩ বছর পর পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুললো মোহামেডান। ২০০২ সালের পর ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ক্লাব ফুটবলের হারানো গৌরব পুনরুদ্ধার করল মোহামেডান। শুক্রবার (২৩ মে) বিকেলে মোহামেডানের হোম ভ্যান্যু কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়েন মোহামেডান বনাম ব্রাদার্স ইউনিয়ান। এদিন দুই যুগ ফুটবল ক্যারিয়ারের অবসর টানেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।


বিজ্ঞাপন

বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলা শুরুর ৭মিনিটের মাথায় ব্রাদার্স ইউনিয়নের মোহাম্মদ দিয়ার গোল করে খেলায় উত্তেজনার সৃষ্টি করে। প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় মোহামেডানের মেহেদী হাসান গোল করে খেলায় সমতা আানেন।


বিজ্ঞাপন

এদিকে, উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহামেডানের সোলেমান দিয়াবেতে ৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। পরে ৬৯ মিনিট তৃতীয় গোলটি করে সোলেমান দিবায়তে মোহামেডানকে এগিয়ে নেন।


বিজ্ঞাপন

অপরদিকে, ব্রাদার্স ইউনিয়নের আক্রমণ ছিল চোখে পড়ার মতো। একের পর এক আক্রমণ করে দ্বিতীয়ার্ধ্বের ৭১ মিনিটের মাথায় এমফন সানডে দ্বিতীয় গোলটি করেন। তার গোলে খেলার চরম উত্তেজনা সৃষ্টি হয়। শেষমুহুর্তে ব্রদার্সের আবু সাঈদ ৮৭ মিনিটের মাথায় গোল করে খেলার সমতায় আনেন।

১৫ লিগ শিরোপার বাইরে থাকার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মোহামেডান চ্যাম্পিয়ন টফি তুলে নেয় এক ম্যাচ বাকি থাকার আগেই। ২৯ মে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডানের শেষ ম্যাচ ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে।

বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান ট্রফি তুলে দেন। ম্যাচ শেষে অতিথিদের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে সাদাকালোর সুলেমান দিয়াবাতের দল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *