মো: সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিতার্কিক দলের অংশগ্রহণে জেলা বিতর্ক প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫ মে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোপালগঞ্জ জেলা দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহম্মদ কামরুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রশাসক, বিশেষ অতিথি ছিলেন মো: মিজানুর রহমান, পুলিশ সুপার, গোপালগঞ্জ ও মো: মশিউর রহমান, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা (সাবেক উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ) এবং সভাপতি হিসেবে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম বিটিএফও (অব:) এ অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতিবছর সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকে।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র-ছাত্রীরা যদি না সজাগ হয়, তাহলে দেশ হতে দুর্নীতি দূর হবে কিভাবে? তরুণ সমাজের মধ্যে সততার চর্চা বাড়াতে দুদক কাজ করে যাচ্ছে।