গোপালগঞ্জে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :   গোপালগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু। এসময় তিনি বলেন, আমার নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশ বিএনপির গ্রুপিং রাজনীতি বন্ধ করার মাধ্যমে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ অবিভক্ত আদর্শবান বিএনপি গড়ে তুলবেন।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৮-জুলাই) বিকালে শহরের লঞ্চঘাট এ এইচ খান মঞ্জুর নিজস্ব বাস ভবনে  জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অঃ প্রাপ্ত) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এসময় তিনি  আরো বলেন, আমার নেতা তারেক রহমানকে আল্লাহ যদি ক্ষমতায় আনে প্রত্যেকটা ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত একটি সোনার বাংলাদেশ গর্বেন। তখন বিশ্ব দরবারে আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন আমার নেতা সে ব্যবস্থাও করবেন ইনশাআল্লাহ।


বিজ্ঞাপন

এরপর এম এইচ খান মঞ্জু সদর উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন, নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ ধলুমিনা, দুর্গা মন্দিরের সভাপতি বনমালী বালা, সাধারণ সম্পাদক শিশির বালা, বিএনপি নেতা মাসুদ শেখ সহ অসংখ্য ভক্তবৃন্দরা উপস্থিতি ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *