যশোরে সাংবাদিক শামছুর রহমানের হত্যাকারীরা আজ ও ধরাছোঁয়ার বাইরে   ; আড়াই দশকে ও চিহ্নিত হয়নি প্রকৃত হত্যাকারীরা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

সুমন হোসেন, (যশোর)  :  যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যাকারীরা আড়াই দশকেও চিহ্নিত হয়নি। প্রথিতযশা এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মধ্য দিয়ে বুধবার নির্মম এ হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী পালন করেছে সাংবাদিক নেতৃবৃন্দ ও তার স্বজনেরা।


বিজ্ঞাপন

সকালে কালো ব্যাজ ধারণ ও শহিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।


বিজ্ঞাপন

পরে প্রেসক্লাবে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও স্মরণ সভা করে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকন্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন।


বিজ্ঞাপন

আলোচিত ও লোমহর্ষক এ হত্যাকাণ্ডের পর প্রথম পাঁচ বছর মামলার কার্যক্রম চললেও গত ২০ বছর ধরে তা মুখ থুবড়ে পড়ে আছে।

আইনের মারপ্যাঁচে মামলাটি উচ্চ আদালতে আটকে আছে। উচ্চ আদালতের এই জট ছাড়াতে বারবার সরকারের উচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোনো ফল মেলেনি।

ফলে পরিবার ও সাংবাদিক সমাজের মধ্যে এক হতাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দ্রুত বিচারের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *