গোপালগঞ্জের ঘটনায় ক্ষুব্ধ পিনাকী ভট্টাচার্য  :  ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর’

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচির আগে ও পরে হামলার ঘটনা ঘটেছে। এক সময় সমাবেশস্থল ও আশপাশ এলাকা ‘রণক্ষেত্রে’ পরিণত হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।


বিজ্ঞাপন

আজ বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য। এনসিপি মাইরপিট করতে যায় নাই। সভা করতে গেছে। এনসিপির হাতে অস্ত্র ছিল না, ওদের হাতে ছিলো।


বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, পুলিশ আর্মি নিরাপত্তা দিয়েছে, তাদের পেশাগত কাজ করেছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে। কোনো প্রাণ ঝড়ে নাই। এইটাই বিজয়। হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয়ও এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেই।


বিজ্ঞাপন

পিনাকী ভট্টাচার্যের ভাষায়, গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায়, কোন প্রাণঘাতী সংঘাত ছাড়াই। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এইগুলোই ছোট ছোট বিজয়।

গোপালগঞ্জের জনগণ নামে নাই। নামছিলো বাকশালি গুণ্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না। সেটাও তো দেখলেন বলে দাবি করেছেন পিনাকী ভট্টাচার্য।

লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট।

 

তিনি আরও বলেন, এইবার দেখেন কারা কারা ভয় দেখিয়েছিল এই কর্মসূচী নিয়ে। তারা কি আসলেই রাজনীতি জানে ও বুঝে? তারা কি এই তারুণ্যের ক্ষমতা বুঝে? তারা কি এই তারুণ্যের হিম্মতকে সাপোর্ট দেয়ার মতো তালেবর? তথাকথিত স্ক্রিনশট ফাঁসের অনুসন্ধানী সাংবাদিকতা আর রাজনীতি এক জিনিস না।

তার দাবি, আমরা শির নত না করে লড়ে যাওয়া তারুণ্যের পাশে থাকবো। ওরা হারুক বা জিতুক। আমরা বিজয়ের জন্য ওদের পাশে নেই, আমরা ওদের লড়াকু মনোভাবের জন্য ওদের পাশে ছিলাম, আছি। থাকবো। “অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *