নিজস্ব প্রতিনিধি (যশোর) : আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে শার্শা উপজেলার ৯ নং ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ এবং সঞ্চালনা করেন উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এছাড়াও বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব মোঃ সবুজ হোসেন খান এবং কৃষক দলের সভাপতি মোঃ আমিরুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দলকে শক্তিশালী করতে ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানকে শার্শা থেকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে, এটাই এখন আমাদের মূল লক্ষ্য।
এবং শার্শা উপজেলার প্রত্যেক টা ইউনিয়ন এর নেতা-কর্মীদের উদ্দেশে বলেন । গরিব দুঃখী মানুষের পাশে থাকার আহ্বান জানান ।সভায় দলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায় এবং সকলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।