নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : কুমিল্লা নগরীর সারদা পালের মাঠস্থিত চন্দ্রিকা গীতা কেন্দ্রের শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক হিসেবে প্রতিষ্ঠানকে একটি মানসম্মত স্পিকার দিলেন সুদূর আমেরিকান প্রবাসী ও সহোদর দুই ভ্রাতা ইঞ্জিনিয়ার রনজিত রায় ও ডাঃ সুজিত রায়।

গত শুক্রবার (১৮ জুলাই) বিকেলবেলা প্রতিষ্ঠানটির কার্যালয়ে চন্দ্রিকা গীতা কেন্দ্রের পরিচালক তিথী চক্রবর্তী’র হাতে স্পিকার তুলে দেন আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার রনজিত রায় ও ডাঃ সুজিত রায় এরপক্ষে বিশিষ্ট সমাজসেবক তাপস কুমার নাহা, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট স্বর্নকমল নন্দী পলাশ ও কুমিল্লা টুয়েন্টিফোর টিভি’র আইন উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট তাপস চন্দ্র সরকার, বিশিষ্ট স্বর্ণব্যবসায়ী সঞ্জয় সাহা ও জাগো হিন্দু পরিষদ কুমিল্লা’র সভাপতি সাগর দাস।

এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের সদস্য বিষ্ণু কর ও অভিভাবক প্রতিনিধি অচ্যুত দাসসহ চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ।

চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের পরিচালিকা তিথী চক্রবর্তী বলেন- চন্দ্রিকা গীতা শিক্ষালয়ে পাঠদানে সহায়ক হিসেবে আজ থেকে স্পিকার সংযোজন করা হলো।

স্পিকার দিয়ে সহযোগিতা করেন সুদূর আমেরিকার প্রবাসী ইঞ্জিনিয়ার রনজিৎ রায় ও ডাঃ সুজিত রায়। আমরা ওনাদের সুস্বাস্থ্য কামনাসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।