ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, চরভদ্রাসন উপজেলা গেটের পাশে জনৈক আজাতের মোটর সাইকেল পার্টসের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদরপুর উপজেলার ওসমান মোল্লার ডাঙ্গীর মুজাফফর মোল্লার ছেলে ১) রুবেল মোল্লা(২৫)ও চরভদ্রাসন উপজেলার খালাসি ডাঙ্গীর মৃত জলিল ফকিরের ছেলে ২)হেলাল ফকির(৩৩)।

চরভদ্রাসন থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললাহ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ জন মাদককারবারিকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।