বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের শোক ও সমবেদনা বিবৃতি প্রকাশ 

Uncategorized জাতীয় ঢাকা দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  গতকাল সোমবার  ২১ জুলাই, রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন গভীর শোক ও বেদনাবোধ প্রকাশ করছে।


বিজ্ঞাপন

এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, বিশেষ করে ভবিষ্যতের স্বপ্ন বুকে ধারণ করে স্কুলে আসা নিষ্পাপ শিক্ষার্থীদের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাদের শোকাহত পরিবার ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করছি।


বিজ্ঞাপন

একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের দুর্ঘটনা শুধুমাত্র দুঃখজনকই নয়, বরং জাতির ভবিষ্যৎ প্রজন্মের মনে এক গভীর দাগ ফেলে যায়। মর্মাহত শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের মানসিক যন্ত্রণা ভাষায় প্রকাশের অতীত। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ এই শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে।


বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন মনে করে, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্বের অংশ। ভবিষ্যতে যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মর্মান্তিক দৃশ্য আর দেখা না যায়, সে লক্ষ্যে আমাদের সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া জরুরি।


বিজ্ঞাপন

এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন নিহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানায় এবং আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *