নিজস্ব প্রতিনিধি (যশোর) : স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ঝিকরগাছায় মশক নিধন অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার(২২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শংকরপুর এলাকায় এ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

এর আগে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং মশা নিয়ন্ত্রণে এ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

শুরু হওয়া এ কার্যক্রমে শংকরপুর ইউনিয়ন পরিষদ এলাকাসহ আশপাশে কীটনাশক ছিটানো হয়।

এসময় সচেতনা মুলক বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম খাঁন।

তিনি বলেন,জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণ ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এ ছাড়া বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি বলেন।
এ সময় শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসার, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন, জামায়াত নেতা সাজু আহম্মেদ, শংকরপুর ইউনিয়ন জামায়াতের (যুব বিভাগ) সভাপতি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।