# খুলনা সিএসডি খাদ্য গুদাম হতে ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের গম সরবরাহের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ # স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ে ঠিকাদারদের বিল প্রদান এবং টেন্ডার অনুমোদনে ঘুস দাবিসহ নানাবিধ অনিয়মের অভিযোগ # রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পূর্বাচলে প্লট বরাদ্দে নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগ #

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিএসডি খাদ্য গুদাম হতে ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের গম সরবরাহের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে দিনব্যাপী একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে টিম ঝিনাইদহ সদর খাদ্য গুদামে ছয় শতাধিক বস্তায় নিম্নমানের, পোকায় খাওয়া এবং খাওয়ার অনুপযোগী গম গ্রহণের প্রাথমিক সত্যতা পায়।

অভিযান পরিচালনা কালে টিমের সাথে উপস্থিত নিরপেক্ষ বিশেষজ্ঞ, তথা জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, বিএসটিআই, কুষ্টিয়া -এর ফিল্ড অফিসার এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নিম্নমানের গম গ্রহণের বিষয়টি প্রত্যয়ন করেন।

এ প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আলামতসমূহ জব্দ করে দুদক টিম। এছাড়াও টিম কর্তৃক সংশ্লিষ্ট রশিদপত্র, গুদামজাত গ্রহণ রেজিস্টারসহ বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা হয়। উক্ত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এলজিইডি’র জয়পুরহাট কার্যালয়ের বিরুদ্ধে ঠিকাদারদের বিল এবং টেন্ডার অনুমোদনে ঘুস দাবিসহ নানাবিধ অনিয়মের অভিযোগ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ে ঠিকাদারদের বিল প্রদান এবং টেন্ডার অনুমোদনে ঘুস দাবিসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে এনফোর্সমেন্ট টিম নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জয়পুরহাট -এর নিকট হতে সংশ্লিষ্ট তথ্যাদি সংগ্রহ করে।
এরপর অভিযোগ সংশ্লিষ্ট জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন পার্বতীপুর হতে শিবসমুদ্র পর্যন্ত ৫০০ মিটার রাস্তা সরেজমিনে পরিদর্শন করে দুদক টিম।
এছাড়াও অভিযানকালে এলাকাবাসীর সাথে অভিযোগের বিষয়ে কথা বলা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাসাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
রাজউকের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পূর্বাচলে প্লট বরাদ্দে নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
এনফোর্সমেন্ট টিম রাজউক কর্তৃক পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে। ২০০৯ সালে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ সংক্রান্ত নীতিমালার আলোকে ৯৩৪ প্লট বরাদ্দ করা হয় মর্মে টিম জানতে পারে।
প্রাথমিক পর্যালোচনায় উক্ত বরাদ্দ নীতিমালার ১৩/এ ধারা অনুযায়ী বর্ণিত প্লটসমূহ বরাদ্দ সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করাসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম।
এ সংক্রান্ত রেকর্ডপত্র বিস্তারিতভাবে বিশ্লেষণান্তে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে।