রাজধানীর  রামপুরায় লাইসেন্সকৃত অস্ত্র ছিনতাই মামলার আসামি গ্রেফতার  ; ছিনতাইকৃত আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  রামপুরা এলাকায় একজন ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে উত্তরা থেকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতের নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছিনিয়ে নেওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

আজ  শুক্রবার  ২৫  জুলাই,  রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে  দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

রামপুরা থানা সূত্রে জানা যায়, মোঃ আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই. রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের  দিকে তিনি বনশ্রী মেইন রোডস্থ আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা একজন অজ্ঞাতনামা যুবক তাকে ধরে গাড়িতে তুলে। ওই যুবকও গাড়িতে উঠে বসে।


বিজ্ঞাপন

পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী ব্লক-এ, রোড নং-০৫, বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয়।

এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোঃ আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে রামপুরা থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে উক্ত ছিনতাই মামলার আসামি দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া আশকোনার রোড নং-০২, বাসা নং-৩৬-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন।

এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উক্ত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ইয়াসিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

এর পর তল্লাশি চালিয়ে ভাড়া বাসার শয়ন কক্ষে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *