মোস্তাফিজুর রহমান, (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বিজয়ের এক বছর পূর্তি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউসি পপুলার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু পরিচালনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি অতীতেও সাহসিকতার সঙ্গে লড়েছে, এখনও লড়ছে। দেশবাসী জানে, বিএনপির ওপর কত ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি, হবেও না। জনগণই বিএনপির প্রকৃত শক্তি।”
তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মিছিলে উপজেলা, পৌর সভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল ও উজ্জীবিত পরিবেশে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।