মাদকের চালান ছিনিয়ে নিতে চোরাকারবারিদের হামলায় সুবেদার সহ বিজিবির দুই সদস্য আহত

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  বিদেশি মদের চালান ছিনিয়ে নিতে সংঘবদ্ধ মাদক চোরাকারবারিদের হামলায় সীমান্তে টহলে থাকা বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুবেদার সহ দুই সদস্য আহত হয়েছেন।


বিজ্ঞাপন

বিজিবি সিলেট সেক্টরের ২৮- বিজিবি ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড় বিওপির সাত সদস্যেও টহল দলের উপর ওই হামলার ঘটনাটি ঘটে সীমান্তনদী জাদুকাটার তীরে।


বিজ্ঞাপন

হামমলার ঘটনায় বিদেশি মদের চালান জব্দ দেখিয়ে চার মাদক চোরাকাররিকে পলাতক দেখিয়ে বিজিবির আহত সুবেদার বাদী হয়ে গেল বুধবার (৬ আগষ্ট) রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন

মামলার পলাতক আসামিরা হলেন, তাহিরপুরের লাউড়গড় সীমান্ত গ্রামের সমেত আলীর ছেলে সুরত আলী, একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো: আলী, মস্তু মিয়ার ছেলে হাকী মিয়া, পার্শ্ববর্তী সীমান্ত গ্রাম সাহিদাবাদের মৃত আবু বক্করের ছেলে আজিরুল ইসলাম।


বিজ্ঞাপন

গতকাল ৭ আগস্ট,  বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে থেকে প্রাপ্ত বিজিবির দায়েরকৃত মামলার সুত্রে ওই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মামলা ও বিজিবি সুত্রে জানা গেছে, ভারত থেকে বস্তাভর্তি বিদেশি মদের চালান নিয়ে ফেরার পথে ব্যাটালিয়নের লাউড়গড় বিওপির সুবেদার সহ সাত সদস্যের বিজিবি টহল দল জাদুকাটা নদীর তীরে বিজিবি আউট পোষ্টের অদুরে মদের চালান, মাদক চোরাকারবারিদের আটকের চেষ্টা করেন গেল বুধবার ভোররাতে।

দুটি বস্তায় থাকা বিদেশি ৪৮ বোতল জব্দকৃত মাদকের চালান ছিনিয়ে নিতে মাদক চোরাকারবারিরা টহলে থাকা বিজিবির এক সিপাহীকে দা দিয়ে কুপিয়ে এক হাত রক্ষার্থ জখম করে।

এরপর ওই টহলে থাকা বিজিবি সুবেদারকে এলোপাথারী পাথরছুঁড়ে চোখে আঘাত করে আহত করার পর জাদুকাটার নৌপথে টহল কাজে ব্যবহ্নত বিজিবির স্পীডবোট ভাংচুর করে সরকারি কাজে বাধা প্রদান করে।

গতকাল শুক্রবার মামলার তদন্তকারি অফিসার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম জানান, আত্বগোপনে থাকা অভিযুক্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *