# রোগীদের বসার জন্য যে শেড নির্মান করা হয়েছে তাতে কোন রোগী পাওয়া যায়নি, বরং তা তালা মারা ছিল। ভিতরে কোন ফ্যানের ব্যবস্থাও ছিল না। ফলে রোগী ও তাদের সাথে আসা লোকজন এদিক সেদিক ফ্লোরে বসে ছিলেন। পানির ফিল্টার বসানো হলেও তা অচল এবং দীর্ঘদিন ব্যবহার হয়নি মর্মে প্রতীয়মান হয়। মাত্র ১ বছর পূর্বে স্থাপিত স্টোর রুমের ছাদে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। এবং আনসারদের বসবাসের জন্য বানানো শেডে বৈদ্যুতিক সংযোগের কাজ অসমাপ্ত দেখা গেছে #

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমান উল্ল্যাহ সরকার।

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত মহাখালী বিভাগ কর্তৃক মহাখালী নার্সিং কলেজের সামনের রাস্তার উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতি, প্রকল্পে দ্বৈত বরাদ্দ এনে অর্থ আত্মসাৎ এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিভিন্ন নিৰ্মাণ ও সংস্কার কাজে কাগজে-কলমে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট অভিযানিক টিম জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিভিন্ন নিৰ্মাণ ও সংস্কার কাজে সরেজমিনে পরিদর্শন করে এবং রেকর্ডপত্র সংগ্রহ করে।

অভিযান পরিচালনা কালে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে আগত সেবাপ্রার্থীদের বসার স্থান, স্টোর রুম নির্মাণ সংক্রান্ত ও পানির ফিল্টার স্থাপন সংক্রান্ত নিম্নোক্ত অনিয়মসমূহ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এর মধ্যে মুল অভিযোগ সমুহ যথাক্রমে, রোগীদের বসার জন্য যে শেড নির্মান করা হয়েছে তাতে কোন রোগী পাওয়া যায়নি, বরং তা তালা মারা ছিল। ভিতরে কোন ফ্যানের ব্যবস্থাও ছিল না। ফলে রোগী ও তাদের সাথে আসা লোকজন এদিক সেদিক ফ্লোরে বসে ছিলেন। পানির ফিল্টার বসানো হলেও তা অচল এবং দীর্ঘদিন ব্যবহার হয়নি মর্মে প্রতীয়মান হয়। মাত্র ১ বছর পূর্বে স্থাপিত স্টোর রুমের ছাদে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। এবং আনসারদের বসবাসের জন্য বানানো শেডে বৈদ্যুতিক সংযোগের কাজ অসমাপ্ত দেখা গেছে।
অভিযান পরিচালনা কালে প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদক সূত্রে জানাগেছে।
উল্লেখ্য, গণপূর্ত মহাখালী বিভাগ এর দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড তৎকালিন নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার এবং উপরোক্ত অনিয়ম ও দুর্নীতি নিয়ে পূর্বে ও আজকের দেশ ডটকম এ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ সকল অভিযোগ সম্পর্কে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আমান উল্ল্যাহ সরকারের বক্তব্য জানতে তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।