নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) : ইজারবিহীন খাল থেকে খনিজ বালি চুরিতে জড়িক ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে চুরির বালি, ট্রলার সহ ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম কলাগাও’র আছিম উদ্দিনের ছেলে শাহানুর, পার্শ্ববর্তী সীমান্ত গ্রাম বাগলী রতনপুরের গোলাপনুরের ছেলে তফসির হোসেন,১ একই গ্রামের ইউছুব আলীর ছেলে নেকবর আলী, জহুর আলীর ছেলে স¤্রাট হোসেন, আহাদ আলীর ছেলে মফিজ আলী, নুরুল হকের ছেলে মুক্তার আলী, শুক্কুর আলীর ছেলে কাউছার, তার সহদোর শহর আলী।

সোমবার রাতে মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান ওই তথ্য নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের পুর্বক অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরকে সুনামগঞ্জ, অপর ৭ গ্রেফতারকৃত আসামিকে ধর্মপাশা বিজ্ঞ আদালতে সোপদ করা হয়েছে সোমবার বিকেলে।

ওসি জানান, মধ্যনগর সদর উপজেলা সদর ইউনিয়নের সম্পদপুর গ্রাম সংলগ্ন ইজারাবিহিন খাল থেকে চুরি করে খনিজ বালি সরিয়ে নেয়ার সময় মধ্যনগর থানা পুলিশ এক অভিযানে ওই ৮জনকে গ্রেফতার করে।

তাহিরপুরের কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে ফের খনিজ বালি চুরির অভিযোগ: সুনামগঞ্জের তাহিরপুরের ইজারাবিহিন কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে প্রশাসনের অভিযানের পর গেল কয়েকদিন খনিজ বালি চুরি বন্ধ থাকার পর ফের ওই নদীতে গেল ৩ থেকে ৪দিন ধরে নদীতে বালি চুরির কর্মযজ্ঞ শুরু হয়েছে।
প্রতিদিবারাত্রীতে শতাধিক ট্রলাওে করে কোটি টাকার খনিজ বালি চুরি হলেও অদুশ্য কারনে থানা পুলিশ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বশীলরা, উপজেলা প্রশাসন খনিজ বালি চুরি ঠেকাতে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বলে সীমান্ত জনপদের মানুষজন অভিযোগ তুলেছেন।
তাহিরপুরের সীমান্তগ্রাম কলাগাঁও, চারাগাঁও (সংসার পাড়), জঙ্গলবাড়ির ১০ থেকে ১২ জনের গড়ে তোলা একটি চক্র বালি বোঝাই প্রতি ট্রলার থেকে ২৫০০ থেকে ৩০০০ হাজার টাকা চাঁদা আদায় করছে থানা পুলিশ, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প, স্থানীয় চারাগাঁও বিজিবি, উপজেলা প্রশাসনের নামে ।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে থাকা স্থানীয় এক সদসস্যের প্রভাবে চাঁদাবাজ চক্রের সদস্যরা বেপরোয়া হয়ে উঠায় মামলা হামলা পুলিশী হয়রানীর ভয়ে বালি চুরিতে ক্ষতিগ্রস্ত কলাগাঁও পূর্ব-পশ্চিম পাড়, জঙ্গলবাড়ির মানুষজন মুখ খুলতে নারাজ।
সোমবার রাতে তাহিরপুর থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাসের নিকট এ বিষয়ে বক্তব্য জানতে একাধিক বার মুঠোফোনে কল করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।