যশোর প্রতিনিধি : যশোর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। তারমধ্যে ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০টা। মঞ্চে হাজির হন উপস্থাপক ও বন্ধুসভার সভাপতি জাহিদুল ইসলাম যাদু। এরপর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

আলোচনার শুরুতে প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম সত্য তথ্য জানতে প্রথম আলো পত্রিকা, প্রথম আলো অনলাইন, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা সাময়িকীর পাশাপাশি ভালো বই পড়ার পরামর্শ দেন।
একই সাথে গণিত উৎসব, বিতর্ক উৎসব, তারুণ্যের জয় উৎসব, ফিজিক্স অলিম্পিয়াডসহ প্রথম আলোর বিভিন্ন কর্মকাণ্ড শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। একই সাথে মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলার শপথ করান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রথম আলোর সহকারি সম্পাদক ফিরোজ চৌধুরী, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,সফল ব্যক্তিত্ব হিসেবে সংগ্রামের গল্প শোনান জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিং এ নারীদের মধ্যে দেশ সেরা চ্যাম্পিয়ন প্রিয়া খাতুন। শিখোর দুজন প্রতিনিধি মঞ্চে আলোচনা করেন এবং কুইজ করে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন। দুজন প্রতিনিধি হলেন, কামরুল হাসান শাহেদিন ও তাসফিকাল সামি।
