গোপালগঞ্জে জেলা জামায়াতে ইসলামের আমিরের নির্বাচনী গণসংযোগ 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ ৩ আসনের (কোটালিপাড়া – টুঙ্গিপাড়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী  মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোপালগঞ্জ  জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা রেজাউল করিম গণসংযোগ করেছেন।


বিজ্ঞাপন

গতকাল ২৭ আগস্ট বুধবার বিকাল ৩:৩০ ঘটিকায় টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শামসুল হক ফরিদপুরীর (রহঃ) কবর জিয়ারতের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

এসময় গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অধ্যাপক রেজাউল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে  আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার আহবান জানান।


বিজ্ঞাপন

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জামাতে ইসলাম গোপালগঞ্জ জেলার সেক্রেটারি আল মাসুদ, গোপালগঞ্জ  পৌর আমির মাওলানা এনামুল হক, সেক্রেটারি এ্যাটভোকেট শওকত আলম আজাদ, তথ্য সম্পাদক এ্যাডভোকেট ইজাহারুল ইসলাম,  টুঙ্গিপাড়া উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব, কোটালিপাড়া জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান সেকেন্দার,  কোটালিপাড়া আমির গাজী সোলায়মান,  টুঙ্গিপাড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফ খান।


বিজ্ঞাপন

এছাড়াও  টুঙ্গিপাড়া কোটালিপাড়া  উপজেলা জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনসংযোগের সময় বিভিন্ন বাজার ও দোকানপাটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে প্রচারপত্র বিলি করা হয়। পাটগাতি বাজারে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে কর্মসূচীর শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *