বিএসআরএমের মাল নিয়ে প্রতারণা 

Uncategorized অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

বিশেষ প্রতিনিধি : দেশের নামকরা কোম্পানি বিএসআরএমের নিজস্ব মালামাল নিয়ে প্রতারণা করেছেন এক ট্রাক চালক।বিএসআরএম বাংলাদেশ ভারত থেকে রড তৈরির কাঁচামাল স্পোন্স আয়রন (কুচি) আমদানি করে ভারত থেকে এবং এটি আমদানি হয় বাংলাদেশের বেনাপোল পোর্ট দিয়ে।


বিজ্ঞাপন

এই মালামাল কাস্টমসের সকল কার্যক্রম শেষ করে ভৈরব ট্র্যন্সপোর্ট অনুমতি পায় বিএসআরএম কতৃপক্ষের থেকে যে এই মালামাল বেনাপোল থেকে চট্টগ্রামের মিরসরাই, বারিয়ারহাটে বিএসআরএম ফ্যক্টরিতে পোঁছানোর জন্য। সেভাবে দীর্ঘদিন ধরে ভৈরব ট্র্যন্সপোর্ট তাদের কার্যক্রম নিয়মিত সুনামের সহিত পরিচলনা করে আসছিল।

কিন্তুু হটাৎ করে একটি ট্রাক যাহার নং যশোর-ট-১১-৩১০৯, যার ড্রাইভারের নাম *রাকিব ব্যাপারি*, বাড়ি *মাদারীপুর জেলা*। অভিযুক্ত ব্যক্তি বেনাপোল থেকে চট্টগ্রাম বিএসআরএম এর উদ্দেশ্যে ২৫ টন কুচি (স্পোন্স আয়রন) বহনের দায়িত্ব পান। মালামালের আনুমানিক মূল্য *১৩–১৪ লক্ষ টাকা*।


বিজ্ঞাপন

তবে মাল পৌঁছানোর সময় দেখা যায়, আসল কুচির বদলে মালামালের সঙ্গে পাথর মিশিয়ে প্রতারণা করা হয়েছে। বিএসআরএম কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে মালামাল পরীক্ষা করতে গেলে, অভিযুক্ত রাকিব কৌশলে পালিয়ে যায়।


বিজ্ঞাপন

এ ঘটনায় *ভৈরব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ* তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য *পুরস্কার ঘোষনা* করেছে।

যদি কেউ এই প্রতারক রাকিব ব্যাপারির অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেন*, তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।

যোগাযোগ করুন:, মোঃ আজিম উদ্দিন,  সাধারণ সম্পাদক
ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, বেনাপোল, মোবাইল : 01637-888888,,

মাদারীপুরবাসীর প্রতি অনুরোধ – নিজের জেলার সুনাম রক্ষায় এই অপরাধীকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *