অভয়নগর (যশোর) প্রতিনিধি : নবনির্বাচিত ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির ট্রেজারার পদে ডাঃ মোঃ মেহেদী হাসান নির্বাচিত হওয়ায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আলীমুর রাজীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (RMO) ডা: মাহফুজুর রহমান সবুজ এবং অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কাজী মশিয়ার রহমান,থানা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তরফদার বাসির উদ্দিন, সদস্য জসিম উদ্দিন বিশ্বাস, ৩নং চলিশিয়া ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আল শাহরিয়ার রাজু সহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
