মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ দুই আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার বিকাল চার ঘটিকায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের এম এইচ খান মঞ্জু ডিগ্রি কলেজ মাঠে এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিলেন বিশিষ্ট সংঙ্গিত শিল্পী নকুল কুমার বিশ্বাস। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অবঃ) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম এইচ খান মঞ্জু।

সভায় বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান তাজ, সাবেক ছাত্র নেতা এস এম সুমন, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি রবীন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট ফরহাদ হোসেন, হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির নেতা দয়াময় মল্লিক প্রমূখ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ আলী মিনা ধলু, বিভিন্ন ইউনিয়নের বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মি। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে অনুষ্ঠানে যাোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি এম এইচ খান মঞ্জু বলেন আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেলে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে আমি এলাকার ছেলে হিসাবে আপনাদের পাশে থাকব।

এ-সময় তিনি গোপালগঞ্জে মিথ্যা মামলায় নিরীহ সাধারণ জনগণকে হয়রানি না করার জন্য গোপালগঞ্জের প্রশাসনের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন গোপালগঞ্জ আওয়ামী লীগের আমলে অবহেলিত ছিল।
আমি নির্বাচিত হলে এ অবহেলার অবসান ঘটবে। এসময় উপস্থিত হাজার হাজার মানুষ করতালির মাধ্যমে তাকে সমর্থন জানায়। আলোচনা সভার শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস গান পরিবেশন করেন।