সুমন হোসেন (যশোর) : যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ডে বর্ডর গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষ থেকে এক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। উক্ত তল্লাশি অভিযান পরিচালনা কালে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর, সকাল ১১ টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময়ে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন ১ জন ব্যাক্তির নিকট থেকে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার এবং ১টি মোবাইল ফোন আটক করেছে। আটককৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত ব্যাক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল তিনি।

সে আরো জানায় ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিলেন।
আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বনমালীপুর এলাকার জাগির দেওয়ালী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (৩১)।
আটককৃত স্বর্ণের বার গুলোর আনুমানিক সিজার মূল্য ৭০,৩০,০১৮ (সত্তর লক্ষ ত্রিশ হাজার আঠারো) টাকা ও ১টি মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ২৩০ টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৭০,৫০,২৪৮ (সত্তর লক্ষ পঞ্চাশ হাজার দুইশত আটচল্লিশ) টাকা। তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।