রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) : আজ বুধবার ৩ সেপ্টেম্বর, দিনব্যপী উৎসব মুখোর পরিবেশে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন একাংশ এবং সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুর নেতৃত্বাধীন অপরাংশ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।
জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন, বর্নাঢ্য রেলি, ঐতিহ্যবাহী দলের কৃতিময় কর্মকাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কে নিয়ে বীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এবং শালবন কমিউনিটি সেন্টারে ব্যপক আলোচনা এবং দলের কার্যক্রম আরও বেগবান করতে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পৃথক পৃথক ভ্যানুতে সকাল ১১ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দলের মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জে বিএনপি নেতারা বিভক্ত হয়ে বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় দিবস গুলো পালন করতে দেখা যাচ্ছে।
দলীয় মনোনয়ন প্রত্যাশী জনতার আস্থার প্রতীক জননেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু’র সাথে পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, মনিরুল ইসলাম চৌধুরী সেনা, বাবু সুভাষ দাস, শওকত জুলিয়াস জুয়েল, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস, মোজাহিদুল ইসলাম মাজু, আরিফ মাসুম পল্লব, শাহরিয়ার শিপন, কৃষক দলের যুগ্ন আহবায়ক লাইছুর রহমান লিপু, আব্দুল জব্বার, মশিউর রহমান, কামরুল ইসলাম, সুলতান মাহমুদ মুকুল, রেজাউল করিম মনি, শরিফুল ইসলাম শিপলু এবং সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী অংশ নেন, প্রেসক্লাব ক্যাম্পাস সহ মহাসড়কে নারী-পুরুষে জন সমুদ্রে রূপান্তরিত হয়।
তারা বাদ্যের তালে তালে নেচে গেয়ে মহা ঘুমধামে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
একই ভাবে অপর মনোনয়ন প্রত্যাশী দলের উপজেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা জাকির হোসেন ধলু’র সাথে সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্কাস আলী, আসাদুল ইসলাম দুলাল, মেহেদী হাসান, নুরন্নবী, শহিদুল ইসলাম আপন, মেম্বার সেলিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচী সফল করতে উভয় গ্রুপে সকল ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নিতে দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপের বিশাল বিশাল রেলি পৌর শহরের প্রধান প্রধান দক্ষিণ করছিল।