খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,(খাগড়াছড়ি) : “খেলাধুলার প্রসারে তরুণরাই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান আকর্ষণ ছিল বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণ ক্রীড়াবিদদের হাতে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মাদক থেকে দূরে রাখে, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং খেলাধুলার প্রসার বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, জেলা ক্রীড়া অফিসার হারুণ অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা এ আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন। তারা জানান, খেলাধুলার মাধ্যমে শুধু বিনোদন নয়, বরং সুস্থ ও সুন্দর সমাজ গঠন সম্ভব। আগামীতে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।