যশোরের  শার্শায় বিএনপি নেতা কাসেদ আলীর দাফন সম্পন্ন :  জানাজায় মানুষের ঢল

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

হুমায়ন কবির মিরাজ, (বেনাপোল)   : যশোরের শার্শা উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সহ-সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পিতা এবং সাবেক মেম্বার আলহাজ্ব কাসেদ আলী (৬৮) এর দাফন সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাগআঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বক্তব্য দেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা ওলামাদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু প্রমুখ।


বিজ্ঞাপন

এ সময় যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আলহাজ্ব কাসেদ আলী ছিলেন নিবেদিতপ্রাণ নেতা ও সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান মানুষকে হারালাম, যা সহজে পূরণ হবার নয়।


বিজ্ঞাপন

জানাজায় আরও উপস্থিত ছিলেন,৷ শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দীন আহম্মেদ, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসনে আশা, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের অসংখ্য নেতা-কর্মীও জানাজায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, হৃদযন্ত্রে রিং বসানো থাকলেও গত সোমবার আসরের নামাজ আদায়কালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কাসেদ আলীকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *