শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে নিয়মিত টহলকালীন সময়ে বড় আম বাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কাঁকড়া ধরার ১১৭টি চারু ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, দুবলা ও শেলারচর টহল ফাঁড়ির স্টাফরা। শুক্রবার (০৫ সেপ্টেম্বর ) দুপুর এ অভিযান পরিচালিত হয়।
বনবিভাগ জানায়, জব্দকৃত নৌকা ও চারুগুলি বর্তমানে শেলারচর টহল ফাঁড়ির অফিসে হেফাজতে রাখা হয়েছে। চারুগুলি শীঘ্রই পুড়িয়ে ধ্বংস করা হবে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন,সুন্দরবন রক্ষায় অবৈধ কাঁকড়া ধরার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বনের সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোনো অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না।
