অভয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরন, পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন( যশোর)  : * কৃষিই  সমৃদ্ধি * এই  স্লোগানকে সামনে রেখে  আজ রবিবার ৭ সেপ্টেম্বর, অভয়নগরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত।


বিজ্ঞাপন

রোববার বিকালে চলিশিয়া ইউনিয়নের বাগদাহ ধর্মতলা ঈদগাহ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান খাঁন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোসা: লাভলী খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি অফিসার হাফিজা খানম। কর্মশালায় উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি অফিসার স্বপংকর মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলিশিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মো: জসিম উদ্দিন।


বিজ্ঞাপন

এ সময়ে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, মো: আব্বাস মোল্যা, মাহাবুর শেখ, আব্বাস উদ্দীন মোল্যা, মণি ফারাজী, মো: আসলাম খাঁন, মান্নান সরদার সহ প্রমূখ।


বিজ্ঞাপন

কর্মশালায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা করেন কৃষি অফিসার বৃন্দ। কৃষিই  সমৃদ্ধি স্লোগানে সাধারন কৃষকদেরকে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই প্রকল্পে বিভিন্ন ফল, সবজি, কম্পোস্ট সার ও জৈব সার উৎপাদন সম্পর্কে দিক নির্দেশনা দেন।

কর্মশালায় কৃষকদের কে রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার বেশি ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন ফসল উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়।

পুরুষের পাশাপাশি নারীর অংশ গ্রহনের মাধ্যমে সাবলম্বী করার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন বক্তারা। কর্মশালা শেষে সকলকে সম্মানি ভাতা ও খাবার বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *