খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি  :   তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হাই স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি বলেন, “দাবা খেলা শুধু একটি খেলা নয়, এটি মানুষের চিন্তাশক্তি, ধৈর্য এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের মধ্যে এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”


বিজ্ঞাপন

এ প্রতিযোগিতায় খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ নেন। বিদ্যালয়গুলো হলো, পানখাইয়া পাড়া হাই স্কুল, ইটছড়ি উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং এপিবিএন হাই স্কুল।


বিজ্ঞাপন

দিনব্যাপী আয়োজিত এই দাবা টুর্নামেন্টে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও কৌশল প্রদর্শন করে। খেলার প্রতিটি মুহূর্তেই শিক্ষার্থীদের মনোযোগ, হিসাবি চাল ও প্রতিযোগিতামূলক মানসিকতা দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের মানসিক খেলা শিক্ষার্থীদের একাগ্রতা, সৃজনশীল চিন্তা ও আত্মবিশ্বাস বাড়ায়। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

এই দাবা প্রতিযোগিতা খাগড়াছড়ির ক্রীড়া অঙ্গনে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *