বনানী (ঢাকা)প্রতিনিধি : ঢাকার মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শহীদ মামুন হলে যাওয়ার রাস্তার বেহাল দশা নিয়ে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহসিন আহমেদ নামে এক শিক্ষার্থী রাস্তার বেহাল চিত্রের তিনটি ছবিসহ এই পোস্ট করেন।

আজকের দেশ ডঢকম’ এর পাঠকদের জন্য তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো রাজধানীর মহাখালী-গুলশানের বুকে, এরকম একটি মাত্রই রাস্তা আছে, যেই রাস্তার হাল ছবিতে দেওয়া আছে।
সেই রাস্তাটি হলো, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দুটি হলের প্রবেশ পথ। বৃষ্টিতে পিচ্ছিল, কর্দমাক্ত হয়ে অবস্থা হয় ভয়াবহ।

তিতুমীর কলেজ থেকে কিলোমিটার দূরে আছে, রাজধানীর সবচেয়ে বড় বস্তি,কড়াইল বস্তি। এই বস্তির রাস্তা তিতুমীরের শিক্ষার্থীদের চলাচলের এই রাস্তা থেকে, ৫০ গুণ বেশি উন্নত।

অধ্যক্ষ আসে,অধ্যক্ষ যায়। অধ্যাপক থেকে ডক্টরেট। ডক্টরেটের পরে, ডাবল ডক্টরেট আসেন। উদ্বোধনী বাক্যে বলেন, সব শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। উন্নয়ন ফি প্রতিবছর বেড়ে যায়। অথচ উন্নয়ন হয়না।
আমরা ওনাদের সন্তান বটে, তবে সেখানে Step শব্দটা সাইলেন্ট থাকে। নাহলে এমন বাবা মা পৃথিবীর কোথায় আছে? যাঁর সন্তান কাদামাটিতে গড়াগড়ি খায়, আর মা বাবা এসি রুমে হাওয়া খায়?