কাপ্তাইয়ে বিদেশি সিগারেটসহ যুবক আটক, গাড়িও জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবৈধভাবে বিদেশি সিগারেট বহনের সময় মো. হুমায়ন কবীর চৌধুরী (৩৪) নামে এক যুবককে আটক করেছে ৪১ বিজিবি। এসময় তার কাছ থেকে প্রায় ৪,৪৯০ প্যাকেট বিদেশি সিগারেট, একটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং একটি টয়োটা (করলা) গাড়ি জব্দ করা হয়। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা।


বিজ্ঞাপন

আটক হুমায়ন কবীর চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মো. আক্তার হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

গত সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন চেকপোস্টে তল্লাশি চালানো হয়।


বিজ্ঞাপন

অভিযানে অবৈধভাবে বহনকৃত বিপুল পরিমাণ সিগারেট ও অন্যান্য মালামাল জব্দের পাশাপাশি আটক করা হয় যুবক হুমায়ন কবীরকে।


বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অবৈধ সিগারেট ব্যবসা নতুন নয়। তবে সম্প্রতি একের পর এক অভিযানে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিজিবির দাবি, অবৈধ পণ্য আমদানি ও পাচার ঠেকাতে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটককৃত আসামী, মালামাল এবং গাড়ী কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *