ক্রেডিট কার্ড গ্রহকদের ইএমআই সুবিধায় প্রাইম ব্যাংক ও ইজি পেমেন্ট সিস্টেম-এর চুক্তি স্বাক্ষর

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ইজি পেমেন্ট সিস্টেমের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইজি পেমেন্ট সিস্টেমের আওতাভুক্ত ২০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে কেনাকাটার সময় ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকরা পণ্য বা সেবার মূল্য সহজ মাসিক কিস্তিতে (ইএমআই) পরিশোধ করতে পারবেন, যা তাদের আর্থিক চাপ কমিয়ে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফয়সাল এবং ইজি পেমেন্ট সিস্টেমের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন খান রাজীব।


বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল চ্যানেলস) এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরী; ইজি পেমেন্ট সিস্টেমের লিড–স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মো. ফাহিম জওয়াদ সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *