মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম.মনসুর আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ২৮ সেপ্টেম্বর, গোপালগঞ্জ শহরের নতুন স্কুল রোডস্থ মরহুমের নিজ বাসভবনে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল্লাহ।
এ সময় দোয়া মাহফিলে অংশ নেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মরহুম এম.মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাহমুদ কবির আলী, জেলা বিএনপির সদস্য ও গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান ইভান আলী প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মরহুম এম.মনসুর আলীর রূহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
