ফরিদপুরের সালথায় অধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : রুবেল রানা, (ফরিদপুর)  :  ফরিদপুর সালথার রামকান্তপুর গ্রামে দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ সোমবার (৬অক্টোবর) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামের কুদ্দুছ তালুকদার(৬০) পিতা মৃত আনোয়ার তালুকদার এর সমর্থকদের সাথে প্রতিপক্ষ উসমান তালুকদার(৫৫)পিতা মৃত রকন তালুকদার এর সমর্থকদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন

দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী- ভেলা ও ইটপাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংঘর্ষে ইটের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। আহত কয়েকজনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, রামকান্তপুরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হই। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *