ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার রাস্তা ধরে তীব্র জ্যানজট : ভোগান্তি চরমে

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো :অপু (নারায়ণগঞ্জ)  : ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে ৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাচঁপুর থেকে মৈকুলি পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ যানজটে দুর্ভোগে পোচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।


বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) বেলা ১০ থেকে উপজোলার যাত্রামুড়া সংলগ্ন মহাসড়কে বড় একটি মালবাহী কাভার্ড ভ্যান বিকল হয়ে যানজট শুরু হয়। দুপুর গড়িয়ে বিকাল ৪ টার দিকে যানজট বেড়ে ৬ কিলোমিটারে বিস্তৃত হয়।

যাত্রী,পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তারাব বিশ্বরোড গোলচত্বর থেকে বরাবো বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কে খানা খন্দ ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাটি দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


বিজ্ঞাপন

স্থানটি অতিক্রম করার সময় চালকদের অধিক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। মাঝেমধ্যেই মাল বাহি গাড়ি বিভিন্ন স্থানে বিকল হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে দূরপাল্লার যানবাহন এখানে এসে ধীর গতিতে থেমে থেমে চলাচল করতে হচ্ছে ।


বিজ্ঞাপন

এতেই সকাল থেকেই যানজটের সূত্রপাত ঘটে। দুপুরের পর থেকে যানজট দীর্ঘ হয়ে কাচঁপুর থেকে মৈকুলি পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের।

শত শত যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এতে জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহনের হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহন বাসের চালক কামাল হোসেন বলেন, তিনটা বাজে বরপা বাস স্ট্যান্ড পার হয়েই যানজটে আটকা পড়ি। এখন বিকাল চারটা বাজে আছি তারাবো বিশ্ব রোড এলাকায়। প্রতিনিয়ত এ সড়কে সমস্যায় ভুগছি। কিছু পরিমাণ রাস্তা ঠিক করে দিলে ভালো করে চলতে পারি, কিন্তু তা হচ্ছে না।

ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের চালক আব্দুল খালেক বলেন, আমাদের কপাল খারাপ। না হলে যখনই এ রাস্তায় আসি এইখানে এ দশা কেন অইবে! এইখানে আসলেই আমাদের যানজটে পড়তে অয়।

কর্ণগোপ এলাকার বাসিন্দা নাছিম মিয়া বলেন, আমি ঢাকা থেকে দোকানের মাল আনতে যাবো কিন্তু রুপসি বাস স্ট্যান্ডপ পর এক ঘণ্টা অপেক্ষা করে আবার বাড়িতে ফিরে এসেছি।

শিমড়াইল ট্রাফিক পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকার কাছাকাছি সকাল ১০টার দিকে মালবাহী একটি বড় কভার্ট ভ‌্যান সড়কের প্রায় মাঝামাঝি অংশে বিকল হয়ে পড়ে। এতে উভয় পাশের গাড়ির স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হয়।

এতেই যানজটের সৃষ্টি হয়। বিকল হওয়া গাড়িটি জুতো মেরামতের কাজ চলছে। মহাসড়ককে স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্নর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *