চট্টগ্রাম প্রতিনিধি : লামা উপজেলা: লামা জিনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটে বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসব ও মাল্টিমিডিয়া ক্লাসের শুভ উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শাখাওয়াতুুল মোনায়েম পিএসসি।

তিনি বলেন, চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তারা নিরলসভাবে কাজ করছে। সহিংসতার সময় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তাও প্রদান করছে।
সাম্প্রতিক খাগড়াছড়ির সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন দিয়ে সেনাবাহিনী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে এবং বড় ধরনের অস্থিরতা এড়ানো সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, জিনামেজু অনাথ আশ্রমের জমিদাতা মাহবুব রহমান, ইয়াংচা মৌজা হেডম্যানসহ স্থানীয় পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ।

পাহাড়ি চট্টগ্রামের শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। সকলের প্রত্যাশা, সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টায় পাহাড় নিরাপদ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থাকবে। ✨