বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান : ঘুষের টাকাসহ কর্মকর্তা ও এনজিও সদস্য আটক

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নাজিম উদ্দীন জনি, (বেনাপোল)  :  বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ঘুষের প্রায় ৩ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুরকে হাতেনাতে আটক করেছে।


বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ এর নেতৃত্বে একটি টিম হঠাৎ বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা,মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করেন।

দুদকের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ জানান,তাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউসে ঘুষ বানিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে ঘুষের টাকা উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়।


বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টমস সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখতে অভিযান চলমান রয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী মহল জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত এমন অভিযান হলে ঘুষের প্রথা অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য,বেনাপোল কাস্টমস হাউস দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দরটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন এর রুমে জিজ্ঞাসাবাদ চলছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *