অর্ডার বাতিলের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের পণ্যের অর্ডার বাতিলের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তিনি এ আহ্বান জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়ারল্যন্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ও আয়ারল্যান্ডে নিযুক্ত অনাবাসী রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম অংশ নেন।
প্রবাসী বাংলাদেশিদের ড. মোমেন পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের বাংলাদেশ থেকে অন্যায্য অর্ডার বাতিলের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও জানান, বর্তমান সরকার বিদেশে বাংলাদেশের মিশন ৫৭ থেকে বাড়িয়ে ৭৮টি প্রতিষ্ঠা করেছে। বিদেশে বাংলাদেশের ১০০টি মিশন উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ড. মোমেন আয়ারল্যান্ডে বাংলাদেশের মিশন প্রতিষ্ঠার জন্য সেখানকার প্রবাসীদের প্রতি আহ্বান জানান।


বিজ্ঞাপন