মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন শূন্য ঘোষণা

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ শূন্য ঘোষনা করা হয়েছে। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষনা করে।
বুধবার (১৭ জুন) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ৩০ জ্যৈষ্ঠ ১৪২৭/১৩ জুন ২০২০ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷
আসন শুন্য হওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও করোনা ভাইরাসের কারণে সব ধরনের নির্বাচন স্থগিত রয়েছে।


বিজ্ঞাপন