স্বাস্থ্য অধিদফতরের পরিচালকসহ ৪ পদে রদবদল

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে অধ্যাপক ডা. মো. ইকবাল কবিরকে। পরবর্তী পদায়নের জন্য তাকে পার-১ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।


বিজ্ঞাপন

এছাড়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক, ইনসিটু সহকারী পরিচালক (গবেষণা) ডা. আফরিনা মাহমুদকে চলতি দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) হিসেবে পদায়ন করা হয়েছে। নিটোরের যুগ্ম পরিচালক ডা. মুনশী মো. ছাদুল্লাহকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরের প্ল্যানিং, মনিটরিং ও রিসার্চের লাইন ডিরেক্টর হিসেবে সংযুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন

আর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) উপ-পরিচালক ডা. তড়িৎ কুমার সাহাকে নিটোরের যুগ্ম পরিচালক পদে পদায়ন করা হয়েছে।