প্রায় ৫২ লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

আন্তর্জাতিক স্বাস্থ্য

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস রোগ থেকে বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখ ৭৫ হাজার ২৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বব্যাপী করোনার সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এতথ্য জানা গেছে।


বিজ্ঞাপন

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১০ লাখ ৪০ হাজার ৬০৫ জন, ব্রাজিলে ৬ লাখ ৪৯ হাজার ৯০৮, রাশিয়ায় ৩ লাখ ৬৮ হাজার ৮২২ জন, ভারতে ২ লাখ ৭১ হাজার ৬৮৮, চিলিতে ২ লাখ ১৫ হাজার ৯৩, স্পেনে সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে ১ লাখ ৮৬ হাজার ১১১, জার্মানিতে ১ লাখ ৭৬ হাজার ৩০০, ইরানে ১ লাখ ৭২ হাজার ৯৬, তুরস্কে ১ লাখ ৬৪ হাজার ২৩৪, পেরুতে ১ লাখ ৫১ হাজার ৫৮৯, মেক্সিকোতে ১ লাখ ৪৯ হাজার ৩১৮, সৌদি আরবে ১ লাখ ১২ হাজার ৭৯৭, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪৪৩ এবং ফ্রান্সে ৭৫ হাজার ১২৭ জন সুস্থ হয়ে উঠেছে।


বিজ্ঞাপন

এ ছাড়া কানাডায় ৬৫ হাজার ৯১ জন, বাংলাদেশে ৪৯ হাজার ৬৬৬, সুইজারল্যান্ডে ২৯ হাজার, বেলজিয়ামে ১৬ হাজার ৭৭১, অস্ট্রিয়ায় ১৬ হাজার ২৮২, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৯৭৪, মালয়েশিয়ায় আট হাজার ২৩১ জন এবং অস্ট্রেলিয়ায় ৬ হাজার ৯৩০ সুস্থ হয়ে উঠেছে।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে ৯৫ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৮ লাখ ৬৬ হাজার ৯০৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৮ হাজার ৪১৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৮৪ হাজার ৯৫৬ জন রোগী মারা গেছে।