নড়াইলকে মাদকমুক্ত করার নির্দেশনা

খুলনা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি :নড়াইল জেলা কে মাদক মুক্ত করার লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১১/১০/২০ইং রাতে জেলা গোয়েন্দা শাখায় গোপন সংবাদ আসে যশোর থেকে নড়াইলে ফেনসিডিলের বড় একটি চালান জেলায় প্রবেশ করছেন, খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই মোঃ সেলিম রেজা, এসআই নেওয়াজ মোরশেদ, এএসআই মুহাম্মদ জহিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ মাহফুজুর রহমান, কং বাইজিদ, কং মিন্টু নন্দী, কং মোঃ রওশন সহ নড়াইল হাতির বাগান বাসস্ট্যান্ডে গোপনে বসে থাকেন রাত্র ১১,০০ ঘটিকা সময় দুইজন লোক ব্যাগ নিয়ে শহরের প্রবেশ করার সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১নং নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ শহিদুল ইসলামের ছেলে মোঃ আলমগীর হোসেন, ২নং লস্করপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে মোহাম্মদ সবুজ মোল্লা উভয়ের থানা ও জেলা নড়াইল দুইজনের ব্যাগ তল্লাশি করিয়া ৪০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেন উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন