জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়াই বিদ্রোহী প্রার্থী তৌফিক আহমেদের অশ্রাব্য ভাষায় গালি গালাজ

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মন্নান চৌধুরীর বাসভবনে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর সাথে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির এক মত বিনিময় সভা ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

রেজাউল করিম চৌধুরী সভাস্থলে প্রবেশের সময় ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়র প্রার্থীর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেয়। স্লোগান দেওয়ার এক পর্যায়ে বিদ্রোহী কাউন্সিলর পদপ্রার্থী তৌফিক আহমেদ ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে।

তৎক্ষনাত এম. রেজাউল করিম চৌধুরী তৌফিক আহমেদকে চিৎকার করার কারণ জানতে চেয়ে চুপ থাকতে বলেন।

তাঁর একান্ত সচিব মোহাম্মদ ইলিয়াছ তৌফিক আহমেদকে গালি গালাজ করতে নিষেধ করেন।এমন পরিস্থিতিতে সভাস্থলে থমথমে অবস্থা বিরাজ করে।এমনকি ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।

ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতা বলেন “ ঘরের শত্রু বিভীষণ। আমাদের আওয়ামী পরিবারে এমন খুনী, সন্ত্রাসীর উপস্থিতি কাম্য নয়”।

এই বিষয়ে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা রেজাউল ভাইয়ের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে “ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছিলাম। এমন সময় তৌফিক ভাই আমাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করে”।