নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির এই মহাসংকটকালেও দুষ্টু চক্রের কালো হাত থেমে নেই বলে মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘এই মহাসংকটকালেও আমরা দায়িত্ব পালনে পিছপা হইনি। আমাদের কাজটি ধন্যবাদহীন।’
দুর্নীতি দমন কমিশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় দুদকের চেয়ারম্যান এ কথা বলেন।
দুদকের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দুদকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা আইনি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। তাই আমাদের ঝুঁকি নিতে কোনো ভয় নেই। আমরা ঝুঁকি নিয়েছি, সবাই সমন্বিতভাবেই ঝুঁকি নিয়েছি। কোনো হুমকি-ধমকি আমাদের আইনি দায়িত্ব পালনে নিবৃত্ত করতে পারেনি। আমরা সবাই একই সমতলে থেকে দায়িত্ব পালন করেছি।’
দুদকের চেয়ারম্যান বলেন, এমন সময় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হচ্ছে, যখন শুধু দুর্নীতি দমন কমিশন বা বাংলাদেশ নয়, সারা বিশ্বই মহাসংকটকাল অতিক্রম করছে। কিন্তু এই মহাসংকটকালেও দেশের দুষ্ট চক্রের কালো হাত থেমে নেই। সে কারণেই মাস্ক কেলেঙ্কারি, করোনা টেস্ট জালিয়াতি, ত্রাণসামগ্রী আত্মসাৎ, চিকিৎসা জালিয়াতির মতো ঘটনা ঘটেছে। দুদকও দায়িত্ব পালনে পিছপা হয়নি। এই দায়িত্ব পালন করতে গিয়ে ৭০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনজন মারা গেছেন। তারপরও দুর্নীতিপরায়ণদের সুখকর সময় পার করতে দেওয়া হচ্ছে না।