দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি এর সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর এর নেতৃত্বে আজ (২৩-১১-২০২০ খ্রি:) এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এর দপ্তর পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পসমূহের নথিপত্র পর্যালোচনা করেন। অভিযোগে উল্লিখিত প্রকল্পসমূহের কাজ না করে বা অসমাপ্ত রেখে ভুয়া ভাউচার সৃজনপূর্বক সরকারি অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের সত্যতা নিরুপনের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার প্রকল্প, কাঁচা-পাকা রাস্তা নির্মাণ প্রকল্প, কৃষি ও মৎস্য বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প, পাকা সেচ ড্রেন নির্মাণ প্রকল্প, গভীর নলকুপ স্থাপন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পসমূহের সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র সংগ্রহ ও বিস্তারিত পর্যালোচনা করবে দুদক টিম। অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।