আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার অর্জনকারী সাকিবকে সংবর্ধনা

সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : নওয়াপাড়ায় আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার অর্জনকারী সাদাত রহমান সাকিবকে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আকিজ সিটি সেন্টারের স্কাই লাউঞ্জে এক আনন্দঘন মুহুর্তে এই সংবর্ধনা প্রদান করা হয় সাদাত রহমান সাকিবকে। সাইবার টিনস্ সফটওয়ার এর মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম বন্ধ করা এবং সাইবার ক্রাইম অপরাধীদের গোপনে তথ্য সংগ্রহ করে প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে সহায়তা করায় সাকিবকে ৪২টি দেশের মধ্যে প্রতিযোগীতায় আন্তর্জাতিক শিশু শান্তির পক্ষ থেকে বাংলাদেশের নড়াইলের সাদাত রহমান সাকিবকে এওয়ার্ড প্রদান করা হয়। আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আহসান হাবিব ও গীতা মজুমদার এর যৌথ সঞ্চালনায় আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও আকিজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নাসির উদ্দিন (সিআইপি)’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক, আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ও প্রধান উইং কমান্ডার বেনজির আলী মোঘল, আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শেখ মাহমুদুন নবী, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য শেষে আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার গোল্ড এওয়ার্ড অর্জনকারী সাদাত রহমান সাকিব এর হাতে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট উপহার তুলে দেন অতিথিবৃন্দরা।


বিজ্ঞাপন