রংপুরে পলাতক আসামী গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ থানার মামলা নং 02 তারিখ 02/06/20 ধারা 406 /420/427 দঃবিঃ এর এজহারনামীয় পলাতক আসামী মোঃ হেলাল হোসেন (47), পিতা-মৃত গোলাম হোসেন, সাং- পূর্ব শিবরামপুর , থানা-দিনাজপুর সদর, জেলা- দিনাজপুরকে এসএস রংপুর মহোদয়ের দিক-নির্দেশনা মোতাবেক আসামির ব্যবহৃত মোবাইল ফোনের প্রাপ্ত কললিস্ট পর্যালোচনা করিয়া রংপুর- সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বন্দর নিকটস্থ আকিজ ফ্যাক্টরি এলাকায় এসআই কাজী মোঃ কামরুল হাসান এর নেতৃত্বে সিআইডি রংপুর-এর একটি টিম অভিযান পরিচালনা করিয়া উক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন